![]() |
বাংলাদেশের ৫ উইকেটের লজ্জাকর হার |
প্রথমে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রন জানান যুক্তরাষ্ট্রের অধিনায়ক মনাঙ্ক প্যাটেল। ওপেনিং ব্যাটসম্যান হিসেবে সৌম্য সরকার ও লিটন কুমার দাশ ব্যাটিংয়ে নামেন। তবে ওপেনিং পার্টনার যথারীতি ভালো হয়নি। ওপেনিং জুটিতে দু’জনে মিলে করেন ৩৪ রান ৪.৩ ওভার শেষে। লিটন দাশ রীতিমতো ফ্লপ ১৫ বলে ১৬ রান করে জসদ্বীপস সিংয়ের বলে এলবিডব্লিউ আউট হয়ে ফিরেন। পরের জুটিতে কোনো রান যোগ হওয়ার আগেই সৌম্য সরকারও বিদায় নেন ১৩ বলে ২০ রান করে। লিটনের মতো ক্যাপ্টেন নাজমুল শান্তও অনেকদিন ধরে ব্যাটিং ব্যর্থতায় যাচ্ছে। আজকের ম্যাচেও ১১ বলে ৩ রান করে বিদায় নেন। পরবর্তীতে হৃদয় ম্যাচের হাল ধরেন। সাকিব আল হাসানও ব্যাটিংয়ে ব্যর্থ।সাকিব ১২ বলে ৬ রান। শেষ পর্যন্ত হৃদয়ের ৪৭ বলে ৫৮ এবং শেষ দিকে রিয়াদের ২২ বলে ৩১ রান ও জাকের আলী অনিকের ৫ বলে ৯ রানের ওপর ভর করে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১৫৩ রান করে।
যুক্তরাষ্ট্রের বোলারদের মধ্যে স্টিভেন টেলর ৯ রানে ২ উইকেট লাভ করেন। তাছাড়া সৌরভ ও আলী খান ১ টি করে উইকেট লাভ করেন।
১৫৪ রানের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের শুরুটা ভালো হয়নি। ২৭ রানে ১ম উইকেট হারিয়ে ফেলে। দ্বিতীয় উইকেট জুটিতে স্টিভেন টেলর ও এন্ড্রিস গউস মিলে ৩৮ রান তুলে। দলীয় ৬৫ রানের মাথা গউস আউট হয়ে বিদায় নেন। ১২তম ওভারে এসে মুস্তাফিজ দুই উইকেট তুলে নিলে বিপর্যয়ে পড়ে যুক্তরাষ্ট্র। ৭৮ রানে ৪ উইকেট ১১.৪ ওভার। তখন জয়ের জন্য প্রয়োজন ছিলো ওভারপ্রতি প্রায় ৯.৫ করে রান। ১৪.৫ ওভারে দলীয় ৯৪ রানে ৫ম উইকেটের পতন হয়।তখন উইকেটে আসেন হার্মিত সিং। অপর প্রান্তে ছিলেন কোরি এন্ডারসন। শেষ ৪ এভারে যুক্তরাষ্ট্রের জয়ের জন্য প্রয়োজন ছিলো ৫৫ রান হাতে ৫ উইকেট। মুস্তাফিজের করা ১৭তম ওভারে ১৭ রান নিয়ে তান্ডব শুরু করেন এই দুই ব্যাটসম্যান। ১৮তম ওভারে শরীফুলের থেকে সংগ্রহ করে ১৪ রান। তখনও শেষ দুই ওভারে প্রয়োজন আরো ২৪ রানের। ১৯তম ওভারে মুস্তাফিজ এসে আরো ১৫ রান দেন। শেষ ওভারে যুক্তরাষ্ট্রের প্রয়োজন ছিলো ৯ রান। মাহমুদুল্লাহ রিয়াদ কে আনা হয় শেষ ওভারে। প্রথম বলেই এন্ডারসন ৬ মেরে জয়ের ব্যবধান কমালেন। পরের বলে সিংগেল রান নিয়ে হার্মিত কে স্ট্রাইক দেন। ৩য় বলে হার্মিত এক্সট্রা কাভার দিয়ে জয়সূচক চার হাকান। ৩ বল ও ৫ উইকেট হাতে থাকতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সাথে প্রথম জয় উদযাপন করে। যুক্তরাষ্ট্রের হয়ে হার্মিত সিং ১৩ বলে ৩৩ রান এবং কোরি এন্ডারসন ২৫ বলে ৩৪ রান করে অপরাজিত থাকেন। তাছাড়া স্টিভেন ২৯ বলে ২৮ রান করেন। আন্তর্জাতিক টি২০ ক্রিকেট রেংকিংয়ে বাংলাদেশের অবস্থান ৯ম অন্যদিকে দশ ধাপ পিছে যুক্তরাষ্ট্রের অবস্থান ১৯তম
বাংলাদেশের হয়ে মুস্তাফিজ ৪ ওভারে ৪১ রানে ২ উইকেট লাভ করেন। তাছাড়া রিশাদ ২ ওভারে ১৬ রানে ১ উইকেট ও শরীফুল ৪ ওভারে ৩১ রানে ১ উইকেট নেন।
তিন ম্যাচ সিরিজে যুক্তরাষ্ট্র ১-০ এগিয়ে রয়েছে। সিরিজের ২য় ম্যাচ ২৩ তারিখে শুরু হবে।
0 Comments